• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিশ্ব সাইকেল দিবস আজ


ফিচার ডেস্ক জুন ৩, ২০২২, ০৩:১৫ পিএম
বিশ্ব সাইকেল দিবস আজ

ঢাকা : আজ ৩ জুন, বিশ্ব সাইকেল দিবস। ২০১৮ সালের পর প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব সাইকেল দিবস। এ উপলক্ষে বিভিন্ন সাইকেল রাইড সংগঠনগুলো নানা কর্মসূচি হাতে নিয়েছেন। এর মধ্যে রয়েছে র‍্যালি, বিভিন্ন গন্তব্যে সাইকেল রাইড দেওয়া।

ঢাকাসহ এর আশপাশে রাইড কর্মসূচি হাতে নিয়েছে বিডি সাইক্লিস্ট গ্রুপ। এর অংশ হিসেবে রাজধানীর মিরপুর, আসাদ গেট, খিলক্ষেত ও মানিক মিয়া এভিনিউ থেকে সাইকেল রাইড শুরু হবে। অপরদিকে নারায়ণগঞ্জের চাষাড়া ও জালকুড়ি থেকেও সাইকেল রাইড করবে বিডি সাইক্লিস্ট গ্রুপের সদস্যরা।

সুস্থ জীবন পরিচালনায় ২০১৮ সালের এপ্রিলে ৩ জুনকে বিশ্ব সাইকেল দিবস হিসেব প্রস্তাব করে জাতিসংঘ। এরপর থেকেই প্রতি বছর এটি পালিত হয়ে আসছে। যাতে অংশ নেয় সব ধরনের মানুষ।

জাতিসংঘ সাইকেলকে শান্তি, সহনশীলতা, স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ুর জন্য উপযুক্ত যানবাহন হিসেবে পরিচয় করিয়েছে।

দিবসটির মূল উদ্দেশ্য মানবতাকে এগিয়ে নিয়ে যাওয়া। মার্কিন যুক্তরাষ্ট্রর অধ্যাপক লেসজেক সিবিলস্কি বিশ্ব সাইকেল দিবসের স্বীকৃতির জন্য কাজ শুরু করেন। এরই ধারাবাহিকতায় দিবসটি তুর্কমেনিস্তানকে নিয়ে ৫৬টি দেশের সমর্থন লাভ করে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!