• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে পার্থের আবেগঘন স্ট্যাটার্স


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৪, ২০২০, ০৩:৫৯ পিএম
ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে পার্থের আবেগঘন স্ট্যাটার্স

ঢাকা : সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) সভাপতি আন্দালিব রহমান পার্থ।

শনিবার (২৪ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে একটি আবেগঘন স্ট্যাটার্স দিয়েছেন। যা সোনালীনিউজের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলেন-

চলে গেলেন ব্যারিস্টার রফিক-উল-হক
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
স্যার কে নিয়ে লিখে শেষ করতে পারবো না,,, তখন আমার বয়স ১৭, ভবিষ্যতে কি করব তেমন কোনো পরিকল্পনা ছিল না, হঠাৎ ডেকে নিয়ে গেল স্যার.. বলল ল' পড়, তুই পারবি, নিজে গ্যারান্টি হয়ে ভিসা করে দিল, কলেজে ভর্তি করে দিল, নিজের ভাইকে দায়িত্ব দিল লন্ডন নিয়ে যেতে সাথে করে,
সেই থেকে আমার শুরু,ফিরে এসে স্যারের সাথেই কাজ শুরু...
স্যার না থাকলে আমি হয়তো আজ আমি হতাম না...
স্যার আমার অভিভাবক ছিল, আমার বাবার অভিভাবক ছিল....
জীবনের সকল উপার্জন নীরবে দান করে গিয়েছেন.... কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি, একজন বিপদের বন্ধু, জাতির অভিভাবক....
A True Legend... চিরকাল ঋণী থাকবো,
আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুক।

উল্লেখ্য, শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে আদ-দ্বীন হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!