• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকারি চাকুরি করলে সমাজ বলে, ‍‍`এই টাকায় মাস চলবে?‍‍`


সোনালীনিউজ ডেস্ক অক্টোবর ৩১, ২০২০, ১০:২৩ পিএম
সরকারি চাকুরি করলে সমাজ বলে, ‍‍`এই টাকায় মাস চলবে?‍‍`

বেসরকারি চাকুরি করলে সমাজ বলে, ''সরকারি চাকুরি পাও না?''

সরকারি চাকুরিতে সৎ থেকে খুব সাধারণ জীবন যাপন করলে সমাজ বলে, ''ছেলেটা চালু না, জানে না কীভাবে বাড়তি ইনকাম করতে হয়।''

সরকারি চাকুরিতে ঝলমলে জীবন যাপন করলে সমাজ বলে, ''সেই ঘুষখোর।''

বেসরকারি চাকুরিতে উন্নতি করলে সমাজ বলে, ''তাতে কী সরকারি জব তো আর পায়নি!''

বেসরকারি চাকুরি করে কোন রকমে জীবন চালিয়ে নিলে সমাজ বলে, ''কামলা খাটছে, কিছুই করতে পারল না লাইফে।''

আবার চাকুরি না করে ব্যবসা শুরু করলে সমাজ বলে, ''কিছু না পেরে এখন ধান্দাবাজি শুরু করছে!''

আবার কিছুই না করে বেকার থাকলেও সমাজ বলে, ''অচল জিনিস , জীবনে কিছু করতে পারলো না।

জ্বী, এটাই সমাজের বাস্তবতা।

আপনি আপনার জায়গায় ঠিক থাকলে কে কি বললো It's Noting..
তাই পারতপক্ষে সমাজের ধার না ধারাটাই উত্তম।
নিজের মত চেষ্টা করা এবং সত্য ও সৎ পথে ধৈর্য সহ চলতে থাকাটাই বড় কথা।

সৃষ্টিকর্তা যা ভাগ্যে রেখেছেন তা অবশ্যই শ্রেষ্ঠ।
নিজের কাছে সেটা উত্তম মনে হোক বা না হোক তাতেই মঙ্গল নিহিত।

উপরের লেখাগুলো উদ্দেশ্য হলো,, যে যাই করুক না কেন তার আলোচনা বা সমালোচনা বাদ দিয়ে বরং তাকে উৎসাহিত করুন।

(ফেসবুক থেকে নেওয়া)

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!