• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘প্রবাস কথা’ ও ‘কাউন্সেলস ল’ পার্টনার্সের মধ্যে চুক্তি সাক্ষর


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৭, ২০২০, ০৩:৫৩ পিএম
‘প্রবাস কথা’ ও ‘কাউন্সেলস ল’ পার্টনার্সের মধ্যে চুক্তি সাক্ষর

ঢাকা : প্রবাসীদের আইনি পরামর্শ (ফ্রি) প্রদানের লক্ষ্যে 'প্রবাস কথা' ও 'কাউন্সেলস ল' পার্টনার্স' এর মধ্যে চুক্তি সাক্ষর। 

শনিবার (৭ নভেম্বর) দুপুরে প্রবাস কথা অফিসে এই চুক্তি সাক্ষরিত হয়। কাউন্সেলস ল পার্টনার্স এর পক্ষে ব্যারিস্টার হাফিজুর রহমান খান এবং প্রবাস কথার পক্ষে মুনজুরুল করিম চুক্তি সাক্ষর করেন।

এই চুক্তির ফলে প্রবাসীরা বিশেষ করে প্রবাস কথার সদস্যরা বিনামূল্যে আইনী পরামর্শ নিতে পারবেন। এ জন্য একটি হটলাইন নম্বরও চালু করা হয়েছে। 

নম্বরটি হলোঃ ০১৮৩৩৩৯৪৮৯৪ এই নম্বরে সরাসরি কল করা ছাড়াও ভাইবার, হোয়াটসয়াপ ও অন্যান্য কলিং এপ এর মাধ্যমে কথা বলা যাবে। এছাড়া ইমেইলের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। 

এ জন্য বিশেষ একটি ইমেইল ঠিকানাও তৈরি করা হয়েছে। [email protected]
চুক্তি সম্পাদনকারী দুই পক্ষ মনে করছে, এর মাধ্যমে প্রবাসীদের সেবা দেয়ার প্রত্যয়ে একধাপ এগিয়ে গেলো প্রবাস কথা। আগামীতে এমন আরো সেবা চালু করার প্রক্রিয়া অব্যাহত আছে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!