• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমরা মানুষ হবো কবে?


নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২১, ০৯:০৩ পিএম
আমরা মানুষ হবো কবে?

ফাইল ছবি

সদরঘাটের রাস্তায় যাত্রী বয়ে নেয়া এই ঘোড়াগুলোকে লক্ষ্য করলাম।বহুবার দেখেছি কিন্তু কখনো মনোযোগ দেই নি বা লক্ষ্য করিনি যে ওদের মুখের ভেতর থেকেও একটা ধাতব শেকল মতন নেয়া থাকে।

যতবার দড়িতে টান দেয়া হয় মুখের ভেতরে আঙটানো সেই ধাতব শেকলটাতেও টান লাগে।চোখে রক্ত উঠে আসে,জিভ বের হয়ে আসে,মুখের কিনারা চিলে যাবার মতন লাগে, না জানি আরো কি কি যন্ত্রণা পোহায় ওরা!।ঘোড়ার গাড়িতে উঠবার খুব শখ হত কিন্তু কখনো আর ঘোড়ার গাড়িতে উঠবার ইচ্ছে হবে না।আশা করি আপনারাও বর্জন করবেন।সবার চেষ্টা থাকলে আধুনিক যুগেও এই নির্মম প্রথা নির্মুল করা সম্ভব।দরকার সদিচ্ছা।সাধ্য থাকলে কোন আইনের আওতায় এনে এটাকে বন্ধ করতাম। কখনো চোখে পরলে খেয়াল করে দেখবেন কতটা যন্ত্রণা পোহায় এই প্রাণগুলো।

ফেসবুক থেকে নেয়া

এমতাবস্থায় সরকারের নৈতিক দৃষ্টি আকর্ষণ করছি।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!