• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেয়রের বাইক যাত্রা ভাইরাল, হেলমেট না থাকায় সমালোচনা


নিউজ ডেস্ক মে ২৩, ২০২১, ০৯:৪০ পিএম
মেয়রের বাইক যাত্রা ভাইরাল, হেলমেট না থাকায় সমালোচনা

গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম গ্রিন এবং ক্লিন সিটি গড়ে তুলতে দিন রাত কাজ করে যাচ্ছেন। এরইমধ্যে সিটি কর্পোরেশনের বিভিন্ন অঞ্চলের সাত শতাধিক কিলোমিটারের রাস্তাসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ চলমান রয়েছে।

এরমধ্যে উল্লেখ জনক রাস্তাটি হলো নগর ভবন থেকে টঙ্গী বনমালা সড়কের হায়দাবাদ সেতু থেকে বনমালা রেলগেট হয়ে সল্প সময়ে রাজধানী ঢাকায় যাতায়াতের রাস্তা। 

এসব উন্নয়নমূরক কাজ পরিদর্শনের জন্য নিজেই মোটরবাইক চালিয়ে কাজ দেখেন। 

গত শুক্রবার সড়কের কাজ দেখতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে টঙ্গীর রাজপথ পাড়ি দেয়ার একটি ভিডিও সামাজকি যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

এতে জানানো হয়, মোটরবাইক চালিয়ে চলমান উন্নয়ন কাজের অগ্রগতি দেখতে পরিদর্শন। বাংলাদেশ এ-ই প্রথম আধুনিক মোটরবাইক। গতকাল রাতে আমার কাছে পৌছায়।

এদিকে মোটরবাইক চালানোর সময় মাথায় হেলমেট না পরায় ভিডিওটি ঘিরে সমালোচনার ঝড় বইছে। 

একজন লিখেছেন-১৮০০ সিসি মোটরসাইকেল মাথায় হেলমেট থাকা জরুরী।

অন্যএকজন লিখেছেন- চেহারা না দেখালে মানুষ চিনবে কিভাবে?

আরেকজন লিখেছেন-আপনাকে এমনই ভালো লাগে তবে হেলমেট পড়ে ড্রাইভ করলে সচেতনতা বৃদ্ধি পেত কেননা মেয়র মহোদয় বলে কথা। 

ওনার মতো জনপ্রতিনিধি এই দেশে আছে বলেই এদেশের মানুষ আইনকে শ্রদ্ধা করে না , একতো অনুমতিহীন বাইক আবার নাই হেলমেট নাই মাস্ক ..... বাহ্ দেশ। এমন মন্তব্য করেছেন আরেকজন। 

এরকম হাজারো মন্তব্যে ভরে গেছে মেয়রের বাইক যাত্রা।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

সোনালীনিউজ/আইএ
 

Wordbridge School
Link copied!