• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা


নিজস্ব প্রতিবেদক মে ২৭, ২০২১, ০৪:৩৩ পিএম
আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা

ঢাকা: বেতন বৈষম্য নিরসনসহ দাবি-দাওয়া বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে নিম্ন গ্রেডের সরকারি চাকুরিজীবীরা।

আগামী শনিবার (২৯ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।সেখানে আন্দোলনের পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে।সেখানে সকল সরকারি কর্মচারী সংগঠনের উর্ধতন নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

ফেসবুক থেকে নেয়া

এদিকে আসন্ন বাজেটে মহার্ঘ ভাতা প্রদান ও ৯ম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসনসহ ৮ দফা দাবি জানিয়েছেন ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবীরা। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বরাবর লিখিত আকারে দাবিগুলো তুলে ধরেছে ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এ আবেদন জানিয়েছে।

তাদের দাবিগুলো হলে-

১. ২০১৫ সালে প্রদত্ত ৮ম পে-স্কেল সংশোধন করে ৯ম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন করে গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে।
২. এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন করতে হবে।
৩. সকল পদে পদোন্নতি বা ৫ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে (ব্লক পোষ্ট নিয়মিতকরণ করতে হবে)।
৪. টাইমস্কেল, সিলেকশন গ্রেড পূনঃবহালসহ বেতন জৈষ্ঠ্যতা বজায় রাখতে হবে।
৫. সচিবালয়ের ন্যায় পদবি ও গ্রেড পরিবর্তন করতে হবে।
৬. সকল ভাতা বাজার চাহিদা অনুযায়ী সমন্বয় করতে হবে।
৭. নিম্ন বেতনভোগীদের জন্য রেশন ও ১০০% পেনশন চালুসহ পেনশন গ্রাচ্যুইটির হার ১ টাকা=৫০০ টাকা করতে হবে।
৮. কাজের ধরন অনুযায়ী পদনাম ও গ্রেড একিভূত করতে হবে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!