• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ট্রেনে টয়লেট টিস্যুর বাজেট তবে কার পেটে যায়?


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১, ২০২১, ০৯:০৫ পিএম
ট্রেনে টয়লেট টিস্যুর বাজেট তবে কার পেটে যায়?

ফেসবুক থেকে নেয়া।

না না,
আমি বলছিনা টিস্যু লাগবেই।
শুধু জানতে চাচ্ছি যে,
প্রতি যাত্রায় বাথরুমের জন্য
একটি করে টিস্যুর বাজেট থাকে কিনা।
যদি টিসুর বাজেট না-ই থাকে,
তবে কেন এই শূন্য টিস্যুর বক্স?
আর যদি থাকে একটি করে টিস্যুর বাজেট
তবে সেটা কার পেটে যায়!
না না,
আমি বলছিনা টিস্যু লাগবেই।
শুধু জানতে চাচ্ছি যে,
পায়খানার টিস্যুর টাকাটাও
যদি কেউ খেয়ে থাকে,
তবে কেউ জানে না কেনো!
আর যদি জেনে থাকে সবাই
তবে কি সর্বোচ্চ পদের ব্যক্তিও ইহা খায়!
না না,
আমি বলছিনা টিস্যু লাগবেই।
শুধু জানতে চাচ্ছি যে,
যদি সবাই ইহা খেয়ে থাকে,
তবে ইহার স্বাদ আসলে কেমন হয়!
...............
শূন্য টিস্যুর বক্স
এগারো সিন্ধুর গোধূলি
৩১ আগস্ট, ২০২১

ফেসবুক থেকে নেয়া।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!