• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভালোবাসার সয়াবিনের সঙ্গে বিচ্ছেদের পোস্ট


নিজস্ব প্রতিবেদক মে ৭, ২০২২, ০৩:০৫ পিএম
ভালোবাসার সয়াবিনের সঙ্গে বিচ্ছেদের পোস্ট

ঢাকা: প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৮০ টাকা, বোতলজাত সয়াবিন ১৯৮ টাকা ও পাম সুপার ১৭২ টাকা নির্ধারণ করেছে সরকার।শুক্রবার থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

রান্নার অতি প্রয়োজনীয় উপকরণ সয়াবিনের দাম বৃদ্ধিতে বিরুপ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে সাধারণ মানুষের মাঝে।সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে আলোচনা-সমালোচনা। যদিও সরকার বলছে, ইউক্রেন যুদ্ধের প্রভাব তেলের দামে পড়ছে। 

সয়াবিন তেলের দাম বৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একে আজাদ নামের একজনের একটি পোস্ট নজর কেড়েছে।

তিনি লিখেছেন- প্রিয় "সয়াবিন" তোমাকে অভিনন্দন। তোমাকে অনেক ভালোবাসি। প্রতিদিন তোমার দেখা না পেলে খুব কষ্ট হতো। এখন হইতো প্রতিদিন দেখা হবে না।

তোমার ছোট ভাই "পামওয়েল" এর সাথে নিয়মিত দেখা করবো। তার নিকট থেকে তোমার খবর নিবো। 

মাসে যা বেতন পাই সেটা দিয়ে চাল ডাল, তরকারী কিনেই শেষ। তোমার সাথে দেখা করতে যাওয়া সম্ভব হবে না। কারণ তুমি এখন অনেক দুরে।

তুমি এখন ২০০/ টাকার এলিট ক্লাবের সদস্য। তোমার জন্য দোয়া রইল অনেক উপরে ওঠো।

ফেসবুক থেকে নেয়া।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!