• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সোহেল তাজের ক্ষোভ


নিউজ ডেস্ক অক্টোবর ১৮, ২০২২, ১২:১৮ পিএম
সোহেল তাজের ক্ষোভ

ঢাকা : রাজধানীতে প্রতিনিয়ত গণপরিবহনের বিষাক্ত কালো ধোঁয়ায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে সাধারণ মানুষ। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

সোমবার (১৭ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।

‘বিষাক্ত বাতাস, বিষাক্ত পরিবেশ’ শিরোনামের ওই পোস্টে সোহেল তাজ লেখেন, এই বিষাক্ত বাতাসে প্রতিদিন হাজার হাজার, লাখ লাখ মানুষ মারাত্মক সাস্থ্য ঝুঁকিতে পড়ছে। অথচ কারও কোনো মাথাব্যথা নাই। কোথায় বিআরটিএ? কোথায় পরিবেশ মন্ত্রণালয়? কোথায় আমাদের সংসদ সদস্যরা? সিটি করপোরেশনের মেয়ররা কোথায়? তাদের কাজটা আসলে কী?

ওই পোস্টে সোহেল তাজ রাজধানীতে চলাচলকারী ফিটনেসবিহীন গাড়ির কিছু ছবি সংযুক্ত করেন।

পোস্টটি এখন পর্যন্ত ছয় শতাধিক বার শেয়ার, দেড় হাজারের বেশি কমেন্ট এবং ১২ হাজারের বেশি রিঅ্যাকশন দেওয়া হয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!