• ঢাকা
  • রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০

ছেলের ফেসবুক পোস্টের জেরে তোপের মুখে সাবেক মন্ত্রী, কী লিখেছেন তিনি


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১, ২০২৪, ০৬:৪৩ পিএম
ছেলের ফেসবুক পোস্টের জেরে তোপের মুখে সাবেক মন্ত্রী, কী লিখেছেন তিনি

ঢাকা: চলমান অস্থির পরিস্থিতি নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছিল আওয়ামী লীগ। সেখানে প্রধান মুখ ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভায় হট্টগোল ও ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনির মধ্যে সংবাদ সম্মেলন শেষ না করেই সভাস্থল ত্যাগ করতে হয় তাঁকে। এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক মতবিনিময় সভায় এলে অনেকে হই হুল্লোড় করে ওঠেন। 

সাবেক ছাত্রনেতাদের অনেকে চিৎকার করে বলতে থাকেন, উনি এখানে কেন? ওনার ছেলে তো সরকারের বিরুদ্ধে (সামাজিক যোগাযোগমাধ্যমে) পোস্ট দেন। 

কী পোস্ট করেছিলেন আব্দুর রাজ্জাকের ছেলে রেজুয়ান শাহরিয়ার সুমিত? খোঁজ নিয়ে দেখা যায়, চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রেজুয়ান শাহরিয়ার সুমিতের একটি পোস্ট ফেসবুকে ঘুরছে। যদিও তাঁর ওয়ালে পোস্টটি এখন আর পাওয়া যাচ্ছে না। পোস্টটিতে বর্তমান ছাত্রলীগের সঙ্গে ১৯৭১–এর মুক্তিযুদ্ধের সময়কার ছাত্রলীগের তুলনা করেন তিনি। 

পোস্টটিতে তিনি লেখেন, ‘এরা (ছাত্রলীগ) বুক ফুলিয়ে যতই “জয় বাংলা” বলে চেঁচাক, ১৯৭১–এর মহান মুক্তিযুদ্ধের সঙ্গে ২০২৪–এর আজকের এই ছাত্রলীগের কোনো ধরনের সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আজ এরা চেতনাহীন, পথভ্রষ্ট, অর্থলোভী পঙ্গপাল ছাড়া কিছুই নয়। আন্দোলনরত ছাত্রদের সঙ্গে আলোচনায় না গিয়ে এই পঙ্গপাল বাহিনী লেলিয়ে দেওয়া কোনো আদর্শের রাজনীতি আমি জানি না! তবে বঙ্গবন্ধুর রাজনীতি বা দর্শনের সঙ্গে তার কোনো মিল নেই, তা ঢের বলতে পারি। এই পঙ্গপাল পুষতে পুষতে কবে গোটা জাতিই চেতনাহীন, পথভ্রষ্ট, ও অর্থলোভী হয়ে যায়!’ 

পোস্টটির শেষ অংশে তিনি কবি শামসুর রাহমানের ‘পুরাণের পাখি’ কবিতারর লাইন, ‘রাজু, তুমি মেধার রশ্মি–ঝরানো চোখ মেলে তাকাও তোমার জাগরণ আমাদের প্রাণের স্পন্দনের মতোই প্রয়োজন’–জুড়ে দেন। 

আইএ

Wordbridge School
Link copied!