• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩০

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের রিপোর্ট নিয়ে যা বললেন আসিফ মাহমুদ 


নিউজ ডেস্ক ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৩:৪০ পিএম
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের রিপোর্ট নিয়ে যা বললেন আসিফ মাহমুদ 

ঢাকা: যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ব্যক্তিগত ও পারিবারিক কলহে হওয়া মৃত্যুকেও সাম্প্রদায়িক সহিংসতায় মৃত্যু হিসেবে দেখিয়ে রিপোর্ট প্রকাশ করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ সেই পোস্টে লিখেছেন, ব্যক্তিগত ও পারিবারিক কলহে হওয়া মৃত্যুকেও সাম্প্রদায়িক সহিংসতায় মৃত্যু হিসেবে দেখিয়ে রিপোর্ট প্রকাশ করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। তাদের এসব বিভ্রান্তিকর রিপোর্টের ওপর ভিত্তি করে ভারতীয় মিডিয়ায় প্রতিনিয়ত গুজব ছড়ানো হচ্ছে। 

তিনি লিখেন, অথচ পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। বাংলাদেশে সকল ধর্মের মানুষ মিলেমিশে বাস করছে। 

তিনি প্রশ্ন রেখে আরও লিখেন, কারা আমাদের এই সাম্প্রদায়িক মেলবন্ধনকে ধ্বংস করতে চায়? তাদের এজেন্ডা কী?

এর আগে,  সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর সাড়ে চার মাসে সাম্প্রদায়িক সহিংসতায় ২৩ জনকে হত্যার যে তথ্য বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দিয়েছে, সে ঘটনাগুলো পুলিশের মাধ্যমে যাচাই করা হয়েছে। এগুলোর মধ্যে একটি ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বাকি ২২টি ঘটনার প্রাথমিক কারণ সম্পর্কে জানা গেছে। সেগুলোর একটি ঘটনার সঙ্গেও সাম্প্রদায়িক সহিংসতার কোনো সম্পর্ক নেই।

আইএ

Wordbridge School
Link copied!