• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকারি কর্মচারীর মৃত্যু হলে কত টাকা পাবে পরিবার


নিউজ ডেস্ক অক্টোবর ৪, ২০২১, ০৭:১৯ পিএম
সরকারি কর্মচারীর মৃত্যু হলে কত টাকা পাবে পরিবার

ঢাকা: কর্মচারীদের অক্ষমতা, মৃত্যু বা দাফন-কাফনের জন্য অনুদান প্রদান করে থাকে বাংলাদেশ সরকার। অক্ষমতার জন্য বর্তমান হার ২ লাখ টাকা এবং দাফন কাফনের জন্য ৩০ হাজার টাকা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে সংগ্রহ করতে হয় এবং ৮ লাখ টাকার মৃত্যুজনিত অনুদান জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে সংগ্রহ করতে হয়।

আরও পড়ুন: সরকারি চাকরিজীবীদের জিপিএফ সুবিধা বাড়লো

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৯ জুলাই ২০১৬ খ্রি: তারিখের ০৫.০০.০০০০.২৩.০৫.০০১.১৬-৭০০ নম্বর গেজেটের মাধ্যমে সরকার বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোন সরকারি কর্মচারি মৃত্যুবরণ করলে তার পরিবারের সদস্যদেরকে আর্থিক সহায়তার পরিমাণ ৫ লাখ টাকা হতে ৮ লাখ টাকায় ও গুরুতর আগত হয়ে স্থায়ী অক্ষম হলে সরকারি কর্মচারীর আর্থিক সহায়তার পরিমাণ ২ লক্ষ টাকা হতে ৪ লাখ টাকায় এবং চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে তার পরিবারের সদস্যদেরকে দাফন-কাফন বাবদ আর্থিক সহায়তার পরিমাণ ২৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকার ব্যয় সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের অনুকূলে বরাদ্দকৃত প্রচলিত কোড থেকে নির্বাহ করা হবে।

আরও পড়ুন: শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের এমপিওর চেক ছাড়

১ জুলাই ২০১৬ তারিখ হতে মৃত্যু/স্থায়ী অক্ষম হওয়ার ক্ষেত্রে প্রজ্ঞাপনটি কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আলেয়া আক্তার প্রজ্ঞাপনটি জারি করেন।

সারসংক্ষেপ:
• মৃত্যুজনিত কারণে পূর্বে ৫ লাখ টাকা দেওয়া হতো এখন মারা গেলে ৮ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া যাবে। 
• গুরুতর আহত বা ইনজুরি হতে পূর্বে ২ লাখ টাকা দেওয়া হতো বর্তমানে ৪ লাখ টাকা প্রদান করা হয়। 
• সরকারি কর্মচারী মৃত্যুবরণ করলে তাঁর দাফন কাফনের জন্য পূর্বে ২০ হাজার টাকা দেওয়া হতো বর্তমানে ৩০ হাজার টাকা দেওয়া হয়। 

আরও পড়ুন: যেসব সরকারি চাকরিজীবীর বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ নভেম্বর ২০১৩ সাথে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোন সরকারি কর্মকর্তা/কর্মচারী মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমজনিত কারণে আর্থিক অনুদান নীতিমালা ২০১৩ জারি করেছে।

• এ নীতিমালা সরকারি বিধিবদ্ধ সকল প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে।
• শিক্ষা ছুটি, প্রেষণ প্রশিক্ষণ ও সাময়িক বরখাস্তকালীন সময়ে এ ক্ষতিপূরণ পাওয়া যাবে না।
• মৃত্যু/স্থায়ী অক্ষমতাজনিত কারণে আর্থিক অনুদান প্রদানের নিমিত্ত প্রাপ্ত আবেদনপত্র বাছাইয়ের জন্য এ নীতিমালায় ৫ নং অনুচ্ছেদ অনুযায়ী কমিটি গঠন করা হয়।
• এ নীতিমালা মোতাবেক মেডিকেল বোর্ড গঠন করা হবে।

আরও পড়ুন: বেসরকারি ৯০ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর

কিভাবে বা কোন পদ্ধতি অনুসরণ করে এ অর্থ প্রদান করতে হবে তা নিয়ে সরকার একটি নীতিমালা তৈরি করেছে।

প্রশ্নোত্তর পর্ব:
• প্রশ্ন: দাফন কাফনের জন্যও সরকার টাকা দিবে?
• উত্তর: হ্যাঁ, কর্মচারীকে তো দিবেই। পরিবারের কেউ মারা গেলেও সরকার দাফন কাফনের অর্থ অনুদান দেয়।

• প্রশ্ন: আহত হলে অনুদান পাওয়া যাবে না?
• উত্তর: যাবে, নীতিমালা অনুযায়ী গঠিত কমিটি যাচাই বাছার ও তদন্ত শেষে অনুদানের পরিমাণ নির্ধারণ করবেন।

• প্রশ্ন: অস্থায়ী ভাবে অক্ষম হলে কি পেনশন পাওয়া যাবে না?
• উত্তর: যাবে। পেনশনতো পাবেনই। সাথে অতিরিক্ত অনুদান হিসাবে ৪ লক্ষ টাকা প্রদান করা হবে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!