• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকারি চিকিৎসকদের জন্য বড় দু:সংবাদ দিলো স্বাস্থ্য মন্ত্রণালয়


নিজস্ব প্রতিনিধি নভেম্বর ১৮, ২০২০, ০৬:১৩ পিএম
সরকারি চিকিৎসকদের জন্য বড় দু:সংবাদ দিলো স্বাস্থ্য মন্ত্রণালয়

ফাইল ছবি

 ঢাকা : অফিস সময়ে সরকারি প্রতিষ্ঠানের কোনো চিকিৎসক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন না। বুধবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিস সময়ে সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত থাকতে পারবেন না। কোনো কারণে কর্মরত অবস্থায় থাকলে টাস্কফোর্স ও সংশ্লিষ্টদের অবগত করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব, ক্লিনিকগুলোতে লাইসেন্স নিবন্ধন নম্বর স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। টাস্কফোর্স কর্তৃক সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিদর্শন এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনার করা হবে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!