• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাড়ছে তামাক পণ্যের দাম


নিজস্ব প্রতিবেদক জুন ২, ২০১৬, ০৫:৩৯ পিএম
বাড়ছে তামাক পণ্যের দাম

ধূমপানে নিরুৎসাহিত করতে ২০১৬-'১৭ অর্থবছরের বাজেটে সব ধরনের সিগারেট, বিড়ি ও ধোঁয়াবিহীন তামাকের সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

সিগারেটের প্যাকেটের সর্বনিম্ন দাম ১৮ টাকা থেকে বাড়িয়ে ২৩ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এর সঙ্গে সম্পূরক শুল্ক হার ৪৮ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ নির্ধারণ করা ও ঊর্ধ্বে যে দুটি স্তরে সম্পূরক শুল্ক বিদ্যমান আছে তাকে যথাক্রমে ৬১ এবং ৬৩ শতাংশ থেকে বাড়িয়ে ৬২ এবং ৬৪ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া বর্তমানে ফিল্টারবিহীন ২৫ শলাকার বিড়ির প্যাকেটের বাজারমূল্য হলো ৭ টাকা ৬ পয়সা আর ফিল্টারযুক্ত ২০ শলাকার প্রতি প্যাকেটের মূল্য হলো ৭ টাকা ৯৮ পয়সা। এ দুধরনের বিড়ির ক্ষেত্রে বিদ্যমান সম্পূরক শুল্ক হার যথাক্রমে ২৫ ও ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ ও ৩৫ শতাংশে করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে ফিল্টারবিহীন ২৫ শলাকার প্যাকেটের দাম হবে সাড়ে ১০ টাকা আর ২০ শলাকার প্রতি প্যাকেটের দাম হবে ১২ টাকার একটু ওপরে।

জর্দা ও গুল- এ পণ্য দুটির ওপর বিদ্যমান সম্পূরক শুল্ক হার ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশে নির্ধারণের প্রস্তাবও করা হয়েছে বাজেটে।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!