• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেনা পরিচালনায় দেশের বৃহত্তম করোনা হাসপাতাল চালু হচ্ছে কাল


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৬, ২০২১, ০৮:৫৯ পিএম
সেনা পরিচালনায় দেশের বৃহত্তম করোনা হাসপাতাল চালু হচ্ছে কাল

ফাইল ছবি

ঢাকা: দেশের বৃহত্তম করোনা হাসপাতাল চালু হচ্ছে ঢাকার মহাখালীর ডিএনসিসি মার্কেটে।রোববার (১৭ এপ্রিল) এ হাসপাতাল চালুর দিন থেকেই শুরু হবে রোগী ভর্তি।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন, ‘রোববার হাসপাতালটি উদ্বোধনের জন্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সময় দিয়েছেন। ওই দিন বেলা সাড়ে ১১টায় হাসপাতালটি আনুষ্ঠানিক উদ্বোধন হবে।’

শুরুতে হাসপাতালটিতে আইসিইউ বেড থাকবে ২২২টি।

১ লাখ ৮০ হাজার ৫৬০ বর্গফুট আয়তনের ভবনটি দীর্ঘদিন ফাঁকা ছিল। গত বছর ৮ মার্চ মহামারি করোনাভাইরাস সংক্রমণ দেখা দিলে জুনের মাঝামাঝি সময়ে আইসোলেশন সেন্টার এবং বিদেশগামীদের করোনা পরীক্ষার ল্যাব হিসেবে ব্যবহার শুরু হয়।

নাসির উদ্দিন বলেন, ‘এটা দেশের সবচেয়ে বড় কোভিড বিশেষায়িত হাসপাতাল হিসেবে গড়ে তোলা হচ্ছে। এখানে পরিপূর্ণ ১০০ শয্যার নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ও প্রায় সমমানের হাই ডিপেনডেনসি ইউনিট (এইচডিইউ) শয্যা থাকছে ১২২টি। এ ছাড়া সাধারণ শয্যা থাকছে প্রায় ১ হাজার।’

শুরুতেই ২২২টি আইসিইউ, ২৫০টি সাধারণ শয্যায় রোগী ভর্তি শুরু করা যাবে জানিয়ে তিনি বলেন, ‘বাকিগুলোর কাজ চলতে থাকবে। আশা করছি, চলতি মাসের শেষ দিকে পুরো হাসপাতালটি প্রস্তুত হয়ে যাবে। এই হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম স্থাপনের কাজ প্রায় শেষ।’

করোনা আক্রান্ত রোগীদের সেবায় হাসপাতালটি পরিচালনায় সেনাবাহিনী থাকবে জানিয়ে ব্রিগেডিয়ার নাসির উদ্দিন বলেন, ‘হাসপাতালটির যন্ত্রপাতি, জনবলসহ অন্যান্য সরঞ্জাম দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অবকাঠামোগত প্রস্তুতির কাজ বাস্তবায়ন করে দিচ্ছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

হাসপাতাল পরিচালনায় ৭০০ চিকিৎসক চাওয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘১০০ জন এর মধ্যেই নিয়োগ হয়েছে। বসুন্ধরায় নির্মিত অস্থায়ী হাসপাতাল ভেঙে সেখান থেকে উন্নত যন্ত্রপাতি এনে এখানে বসানো হচ্ছে।’

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!