• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
জীবন-জীবিকার বাজেট

স্বাস্থ্যখাতে বরাদ্দ বেড়েছে ৩ হাজার কোটি টাকা


নিজস্ব প্রতিবেদক জুন ৩, ২০২১, ০৪:৫৯ পিএম
স্বাস্থ্যখাতে বরাদ্দ বেড়েছে ৩ হাজার কোটি টাকা

ঢাকা: ২০২১-২২ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ প্রায় ৩ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। এ বছর স্বাস্থ্যখাতে মোট ২৫ হাজার ৯১৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। 

বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল এ বাজেট উত্থাপন করেন।

গতবছর স্বাস্থ্য সেবা বিভাগে বরাদ্দের পরিমাণ ছিল ২২ হাজার ৮৮৩ হাজার কোটি টাকা এবং সংশোধিত আকারে সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছিল ২৫ হাজার ৭৩৪ কোটি টাকায়।

বাজেটে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে বরাদ্দ রাখা হয়েছে ৬ হাজার ৮১৭ কোটি টাকা। গত বছর এই খাতে বাজেট উপস্থাপন করা হয়েছিল ৬ হাজার ৩৬২ কোটি টাকা এবং পর্যালোচনা শেষে বরাদ্দ হয়েছিল ৫ হাজার ৭৩৮ কোটি টাকা।

এছাড়া মহামারি করোনাভাইরাস মোকাবিলায় ১০ হাাজর কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!