• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
করোনাকালে ২৪ ঘন্টা সেবাদান

সেনা-পুলিশের আদলে রেশন চান স্বাস্থ্য অধিদপ্তরে কর্মকর্তারা


নিজস্ব প্রতিবেদক জুন ২১, ২০২১, ০৯:২২ পিএম
সেনা-পুলিশের আদলে রেশন চান স্বাস্থ্য অধিদপ্তরে কর্মকর্তারা

ঢাকা: সেনা, পুলিশ ও সিভিল ডিফেন্সের আদলে রেশন প্রদানের দাবি জানিয়ে আবেদন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। এজন্য লিখিত আবেদন জানিয়েছেন তারা। 

গত শনিবার (১৯ জুন) লালমনিরহাটের অদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর এ আবেদন জানান অদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীগণ।

আরও পড়ুন<<>>রেশন চান খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা

রেশন চেয়ে স্বাস্থ্য বিভাগে কর্মরতদের আবেদন।

আবেদনে চিকিৎসক কর্মকর্তাদের পক্ষে স্বাক্ষর করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. স্নিগ্ধা দেবনাথ।নার্সিং স্টাফদের পক্ষে স্বাক্ষর করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার লক্ষী রাণী দেবনাথ। এছাড়া কর্মচারীদের পক্ষে স্বাক্ষর করেছেন হিসাব রক্ষক মো. মাহবুব আলম এবং মো. এমদাদুল হক।

আরও পড়ুন<<>>প্রজাতন্ত্রের কর্মচারীরা হতাশ তবে হাল ছাড়েননি

আবেদনে করোনাকালে ২৪ ঘন্টা সেবাদানে নিয়োজিত রেশন সুবিধাপ্রাপ্ত বিভাগের ন্যায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরও ভতুর্কি মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী (রেশন) প্রদানের দাবি জানানো হয়েছে। 

এদিকে তৃণমূল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের এ আবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠিয়েছেন অদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌফিক আহমেদ।

স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠিয়েছেন অদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

এর আগে গত বছরের ১৪ জুন স্বাস্থ্য অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীদের রেশনের দাবি জানিয়ে আবেদন করে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ। 

এক বছর আগে রেশনের দাবি জানিয়ে আবেদন করে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ।

সোনালীনিউজ/আইএ
 

Wordbridge School
Link copied!