• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৩ ডোজ টিকা নেয়া ওমর ফারুক বিএসএমএমইউ‘র পর্যবেক্ষণে


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৯, ২০২১, ০৪:২৬ পিএম
৩ ডোজ টিকা নেয়া ওমর ফারুক বিএসএমএমইউ‘র পর্যবেক্ষণে

ঢাকা: প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধী টিকার তিন ডোজ নেওয়া সেই ওমর ফারুককে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিএসএমএমইউ’র মিডিয়া কো-অর্ডিনেটর সুব্রত বিশ্বাস। তিনি বলেন, তাদের হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলামকে প্রধান করে ওমর ফারুকের বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে।

প্রবাসী অ্যাপ থেকে অনলাইনে নিবন্ধন করে ২৬ জুলাই সকালে বিএসএমএমইউ হাসপাতালে টিকা নেয়ার জন্য যান ফারুক। সেখানে প্রথমে একটি বুথে তাকে এক ডোজ টিকা দেয়া হয়। ফারুক ওই বুথের স্বাস্থ্যকর্মীদের কাছে পরবর্তী করণীয় জানতে চাইলে তাকে সামনের বুথের দিকে যেতে বলা হয়। পরের বুথে গেলে তাকে আবার টিকা দেয়া হয়, এরপর সামনের আরেকটি বুথ থেকে দেয়া হয় টিকার আরেকটি ডোজ।

এ ঘটনা নিয়ে বেসরকারি একটি টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর ব্যাপক আলোচনা শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

এই আলোচনার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘ওমর ফারুক সুস্থ আছেন এবং তিনি সাত দিন পর্যবেক্ষণে থাকবেন।’

তবে এর কয়েক ঘণ্টার মধ্যে উপাচার্য তার বক্তব্য পরিবর্তন করে কয়েকটি সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন, একজনকে তিনবার টিকা দেয়ার কোনো ঘটনা ঘটেনি। ওমর ফারুক নামে কেউ তাদের পর্যবেক্ষণেও নেই।

ওমর ফারুকের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইঘরে। তার চার বছর বয়সী এক ছেলে রয়েছে। 

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!