• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
টিকা নিবন্ধন

দুই মাসেও মিলছে না এসএমএস, যা বলল স্বাস্থ্য অধিদপ্তর


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৮, ২০২১, ০৫:৫৬ পিএম
দুই মাসেও মিলছে না এসএমএস, যা বলল স্বাস্থ্য অধিদপ্তর

সংগৃহীত ছবি

ঢাকা: করোনার টিকা নিতে নিবন্ধন করা হলেও মোবাইল ফোনে এসএমএস আসছে না। দুই মাস আগে নিবন্ধন করলেও এসএমএস পাচ্ছেন না কেউ কেউ। এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সক্ষমতার চেয়ে বেশি নিবন্ধন হওয়ায় মোবাইল ফোনে এসএমএস পেতে সমস্যা হচ্ছে। 

বুধবার (৮ সেপ্টেম্বর) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এ কথা বলেন।

‘যেসব টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে সেসব কেন্দ্রের ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি নিবন্ধন করা হয়েছে। যার কারণে মোবাইল ফোনে এসএমএস পেতে সমস্যা হচ্ছে।’

তবে স্বাস্থ্য অধিদপ্তর এ সমস্যার সমাধানের চেষ্টা করছে জানিয়ে ডা. নাজমুল ইসলাম বলেন, আমরা চেষ্টা করছি সমাধান করতে কিন্তু বাস্তবতা হলো একটি কেন্দ্রে একদিনের জন্য নির্দিষ্ট পরিমাণ টিকা দেওয়া যায়। আর তার চেয়ে বেশি টিকা দিতে গেলে হয়তো আমাদের অনেক কিছু আপোস করতে হবে।

আর সেখানে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি আছে, তবে সেসব সমস্যা সমাধান করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আশা করি, সহসা আমরা আশার বাণী শোনাতে পারব।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!