• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৪২ তম বিসিএসের ফল প্রকাশ বৃহস্পতিবার


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৮, ২০২১, ০৭:৪৬ পিএম
৪২ তম বিসিএসের ফল প্রকাশ বৃহস্পতিবার

ঢাকা: ৪২তম (বিশেষ) বিসিএসের ফল প্রকাশ করা হবে আগামী কাল বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর)। অতিরিক্ত দুই হাজার চিকিৎসকের চাহিদাপত্র গত মঙ্গলবার পিএসসিতে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে মোট চার হাজার চিকিৎসককে সুপারিশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের বিশেষ সভা রয়েছে। সভায় ৪২তম বিসিএসের ফল প্রকাশের ঘোষণা দেওয়া হবে। এরপর আনুষ্ঠানিকভাবে ফল পিএসসি’র ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও পড়ুন: খুলছে স্কুল-কলেজ, দিনে দুই শিফটে হবে দুই শ্রেণির ক্লাস

এ প্রসঙ্গে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, বৃহস্পতিবার পিএসসির বিশেষ সভা রয়েছে। অতিরিক্ত দুই হাজার চিকিৎসকের চাহিদাপত্র পেয়েছি। তাই চার হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ করা হবে। 

এর আগে গত সোমবার পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহ্মদ বলেন, ৪২তম বিসিএসের চূড়ান্ত ফল তৈরির কাজ চলছে। অতিরিক্ত চিকিৎসক নিয়োগের চাহিদাপত্র পেলে চলতি সপ্তাহে চিকিৎসক নিয়োগের সুপারিশ করা হবে।

আরও পড়ুন: ১২ সেপ্টেম্বরও দশ জেলায় খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান

উল্লেখ্য গত ৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম জানিয়েছিলেন অতিরিক্ত দুই হাজার চিকিৎসক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এরপর সেদিন বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখা থেকে অতিরিক্ত দুই হাজার চিকিৎসকের চাহিদাপত্র পিএসসিতে পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরও পড়ুন: বিনা সুদে ঋণ পাবেন যেসব শিক্ষার্থীরা

প্রসঙ্গত, দেশে চলমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় দুই হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ২৬ ফেব্রæয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ৩১ হাজার চিকিৎসক অংশ নেন। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ এই বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!