• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এক সপ্তাহে দেশে সংক্রমণ বেড়েছে ১৬৯ শতাংশ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১২, ২০২২, ০৩:১০ পিএম
এক সপ্তাহে দেশে সংক্রমণ বেড়েছে ১৬৯ শতাংশ

ঢাকা: দেশে গত এক সপ্তাহে করোনাভাইরাস সংক্রমণের হার বেড়েছে ১৬৯ শতাংশ।তবে আক্রান্তদের মধ্যে গত এক সপ্তাহে মৃত্যুহার কিছুটা কমে আসছে। গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে ২০ শতাংশ কমেছে এই হার। করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে বুধবার (১২ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক রোবেদ আমিন।

তিনি বলেন, ‘এক সপ্তাহে নমুনা পরীক্ষা ২০ শতাংশ বেড়েছে। গত এক সপ্তাহে দেড় লাখের উপরে পরীক্ষা করা হয়েছে। গত সাত দিনের করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৪৭৪ জনের দেহে।’

রোবেদ আমিন বলেন, ‘এই এক সপ্তাহে নমুনা পরীক্ষার বিবেচনায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৬৯ শতাংশ। এ পরিমাণ দেখে আন্দাজ করা যায়, আমাদের দেশে কত দ্রুত করোনা শনাক্ত ও সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।’

স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, ‘সার্বিকভাবে গত দুই মাসে সংক্রমণের হার ২ শতাংশ বা তার নিচে ছিল। তবে গত এক সপ্তাহে তা দ্বিগুণ বেড়ে শনাক্তের হার ৯ শতাংশের কাছাকাছি পৌঁছেছে।’

এরই মধ্যে পুরো দেশের করোনা শনাক্ত বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করেছে অধিদপ্তর।

তিনি বলেন, ‘ঢাকা ও রাঙ্গামাটি জেলাকে করোনা সংক্রমণের রেড জোন বা অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। রাজধানীতে করোনা সংক্রমণের হার ১২ দশমিক ৯০ শতাংশ। রাঙ্গামাটিতে এই হার ১০ শতাংশ।’

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!