• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

করোনার টিকা নিতে উচ্ছ্বসিত শিশুরা


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১১, ২০২২, ০২:৫৬ পিএম
করোনার টিকা নিতে উচ্ছ্বসিত শিশুরা

ঢাকা: ৫ থেকে ১১ বছরের শিশুদের মধ্যে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। টিকা নিতে শিশুদের খুবই উচ্ছ্বসিত দেখা গেছে। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ৫ থেকে ১১ বছরের শিশুদের পর্যবেক্ষণমূলক করোনা টিকা প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিদের উপস্থিতিতে প্রথম টিকা নেয় নীধি নন্দিনী। এরপর একে একে অন্যান্য শিক্ষার্থীরা টিকা নিয়ে যায়। 

আগামী ২৫ আগস্ট থেকে শুরু হবে শিশুদের প্রথম ডোজের টিকা আনুষ্ঠানিক কার্যক্রম। এর দুইমাস পর দেওয়া হবে দ্বিতীয় ডোজ।

আবুল বাশার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্যামলী রানী মালাকার জানান, আমাদের বিদ্যালয়কে প্রথম ভ্যাকসিন দেওয়ার জন্য নির্বাচন করায় আমি খুবই খুশি। আমাদের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৬ জন শিক্ষার্থী টিকা নিতে এসেছে। ওরা খুবই শক্ত মন মানসিকতার। টিকা নিতে তারা ভয় পাবে না।

‘শিশুরা সামাজিক দূরত্ব মানছে না। এতে তাদের জন্যই সবচেয়ে বেশি প্রয়োজন করোনা টিকা। তারা খাওয়া-দাওয়া ও খেলাধুলার সময় একসঙ্গেই থাকে। এতে তাদের জন্য সবচেয়ে উপকারী হবে করোনা টিকা।’

বাংলাদেশে বর্তমানে শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের করোনা টিকা মজুত আছে ৩০ লাখ। এ মাসের ২৮ তারিখের মাঝে আরও ৭০ লাখ টিকা আসার কথা রয়েছে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!