• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রংপুর মেডিকেলের ১৭ কর্মচারীকে বদলি


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৭, ২০২২, ০৯:২৮ পিএম
রংপুর মেডিকেলের ১৭ কর্মচারীকে বদলি

ঢাকা: রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ১৭ কর্মচারীকে বদলি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। দালাল চক্রের সঙ্গে জড়িত থাকার দায়ে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই দালাল চক্র দীর্ঘদিন ধরে হাসপাতালে আসা রোগীদের নানাভাবে হয়রানি করেছে। এদের কাছ থেকে কেউ রক্ষা পাচ্ছিল না। এদের বিরুদ্ধে কেউ ব্যবস্থাও নেয়নি। তাই আজ আমি ব্যবস্থা নিয়ে ১৫ জনকে রংপুরের বাইরে বদলি করেছি। 

‘এর আগেও বিপ্লব ও নয়ন নামে দুইজনকে বদলি করা হয়। এরা উঠতে বসতে বখশিশের নামে, কখনো ট্রলির জন্য, কখনো লিফটে উঠার জন্য, কখনো মরদেহ নেওয়াসহ নানাভাবে চাঁদাবাজি করতো।’

তিনি আরও বলেন, বিপ্লব ও নয়নকে বদলি করা হলেও তারা সেখানে অন্যান্য কর্মচারীকে নিয়ে সংঘবদ্ধভাবে শক্তি প্রয়োগ করে। সে কারণে তাদের আজ বদলি করা হয়েছে। আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি এরা যাতে কোনো ধরনের অপকর্ম এখানে চালাতে না পারে। শুধু বদলি করেই ছেড়ে দেওয়া হবে না, এদের বিরুদ্ধে পরবর্তীতে আইনি ব্যবস্থাও নেয়া হবে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!