• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আরও ৭০৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১


অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ৩০, ২০২২, ০৬:০৯ পিএম
আরও ৭০৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে ৭০৮ জন। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৬৬ শতাংশ।

গতদিন ৬৭৯ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ১৩ দশমিক ৫৩ শতাংশ।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট চার হাজার ৮২৮জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাবে করোনার সংক্রমণে দেশে মোট ২৯ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ২৫ হাজার ১৯৭ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ৬৮৭ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৯ লাখ ৬৫ হাজার ১৮৮ জন।

সাত সপ্তাহ পর সোমবার (২৬ সেপ্টেম্বর) দেশে এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা সাতশ' ছাড়ায়, সেদিন শনাক্ত হয় ৭১৮ জন রোগী। মঙ্গলবার তা বেড়ে ৭৩৭ জন হয়। বুধবার শনাক্ত রোগীর সংখ্যা কমে ৬৬৫ জন হয়, বৃহস্পতিবার শনাক্ত হয় ৬৭৯ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের শুক্রবার বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৪৭ হাজার ৭৭৫ জনের। সুস্থ হয়েছেন ৬০ কোটি ২৩ লাখ ৭১ হাজার ৭২৩ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৬২ কোটি ২৫ লাখ ৫৭ হাজার ১৫০ জন।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!