• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনায় আরও দুজনের মৃত্যু, শনাক্ত ৬৯৬


নিজস্ব প্রতিবেদক  অক্টোবর ৩, ২০২২, ০৭:১৯ পিএম
করোনায় আরও দুজনের মৃত্যু, শনাক্ত ৬৯৬

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৬৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশের সরকারি ও বেসরকারি ৮৮১টি ল্যাবে পাঁচ হাজার ৮০১টি নমুনা পরীক্ষা করে রোগী শনাক্ত হয়েছে ৬৯৬ জন। এসব নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের হার ১২ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ২০ লাখ ২৬ হাজার ৯০৮ জন। মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৭১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

এ ছাড়া সারা দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৩৮ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৬ হাজার ৬৪৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!