• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লাদাখে চীনের দাবি প্রত্যাখ্যান করল ভারত


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ৩০, ২০২০, ০৯:৪৬ এএম
লাদাখে চীনের দাবি প্রত্যাখ্যান করল ভারত

ঢাকা : ভারত লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখার অবস্থানের বিষয়ে চীনা দাবিগুলো সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে। বেইজিং ১৯৫৯ সালের ব্যাপারে যে দাবি তুলেছে, নয়াদিল্লি বলছে- ওই সমঝোতা পারস্পরিক সম্মতিতে ছিল না।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে- উভয় দেশ ‘একটি সাধারণ সমঝোতায় পৌঁছানোর জন্য এলএসির স্পষ্টতা এবং নিশ্চয়তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ’। কিন্তু চীন যে বলছে- ‘একটি মাত্র এলএসি আছে, এটি ‘আন্তরিক প্রতিশ্রুতির পরিপন্থী’। নয়াদিল্লি বলছে- ভারতীয় অবস্থান সুসঙ্গত ও সুস্থির এবং চীন তা ভালোই জানে।

২০০৩ সাল পর্যন্ত দুপক্ষই এলএসির স্পষ্টকরণ ও বিষয়টি নিশ্চিত করার ব্যাপারে একমত ছিল। কিন্তু ভারতের দাবি- ‘চীন কর্তৃপক্ষ এটি অনুসরণে আগ্রহী না হওয়ায় প্রক্রিয়াটি আর এগোতে পারেনি।’
 
দুই দেশের মধ্যবর্তী সীমান্ত এলএসি নিয়ে বেইজিংয়ের অবস্থান সম্পর্কিত চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বিপরীতে ভারত এমন প্রতিক্রিয়া জানিয়েছে। বিবৃতিতে চীন ১৯৫৯ সালের সমঝোতার বরাত দিয়েছিল, যা ধারাবাহিকভাবে নয়াদিল্লি প্রত্যাখ্যান করে আসছে। সূত্র: এনডিটিভি

সোনালীনিউজ/এএস

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!