• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাবরি মসজিদ ধ্বংস মামলার সব আসামি খালাস


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ৩০, ২০২০, ০১:০৬ পিএম
বাবরি মসজিদ ধ্বংস মামলার সব আসামি খালাস

ঢাকা : ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উন্মত্ত রামভক্তদের হাতে অযোধ্যার শতাব্দী প্রাচীন বাবরি মসজিদ ধ্বংসের মামলার রায়ে সব আসামিকে খালাস দেয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) লখনৌয়ের বিশেষ সিবিআই আদালত প্রায় ২৮ বছর পরে এই মামলার রায় ঘোষণা করেন। 

বিজেপির অনেক সিনিয়র নেতা ওই মামলায় অভিযুক্ত। ভারতের মুসলিমরা ওই মামলার দিকে তাকিয়েছিলেন। 

বহুল আলোচিত এ মামলায় মোট ৪৯ জনকে অভিযুক্ত করে এফআইআর দায়ের করা হয়েছিল। অভিযুক্তদের মধ্যে ১৭ জন এরই মধ্যে মারা গেছেন। বেঁচে আছে ৩২ জন।

ওই মামলায় উল্লেখযোগ্য অভিযুক্তদের মধ্যে ছিলেন, বিজেপির সিনিয়র নেতা এলকে আদভানি, মুরালি মনোহর যোশী, উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, বিজেপির ফায়ার ব্র্যান্ড নেত্রী উমা ভারতী, বিনয় কাটিয়ারের মতো নেতাও।

আসন্ন রায় প্রসঙ্গে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সদস্য কামাল ফারুকী বলেন, ‘২৭ বছর আগে অযোধ্যায় যা ঘটেছিল তা রাতের অন্ধকারে নয় বরং দিনের আলোয় হয়েছিল। আজ যে রায় হলো তা কলঙ্কজনক। এখানে বিজেপির রাজনৈতিক প্রভাব পরিষ্কার হয়েছে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!