• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুম্বাইয়ে শপিং মলে ভয়াবহ আগুন


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ২৩, ২০২০, ০৫:০৫ পিএম
মুম্বাইয়ে শপিং মলে ভয়াবহ আগুন

ঢাকা : ভারতের মুম্বাইয়ের একটি অভিজাত শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর সেখানকার প্রায় সাড়ে তিন হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত প্রায় ৯টার দিকে সেন্ট্রাল মুম্বাইয়ের নাগপাড়া এলাকার সিটি সেন্টার মলে আগুন লাগে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২৪টি ফায়ার ট্রাক ও প্রায় আড়াইশ দমকল কর্মী টানা কয়েক ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করলেও শুক্রবার সকাল পর্যন্ত তা নিয়ন্ত্রণে আসেনি।

আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় দুই দমকল কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

বৃহস্পতিবার রাতে আগুন লাগার পরপরই শপিং মল সংলগ্ন ৫৫ তলা ভবনের বাসিন্দাদের কাছাকাছি একটি মাঠে সরিয়ে নেওয়া হয়। তাদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। মুম্বাইয়ের মেয়র কিশোরি পেদনেকার ও অন্যান্য কর্মকর্তারা বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!