• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সন্তানের দেখাশোনায় সবেতনে ছুটি পাবেন ‘সিঙ্গেল ফাদারেরা’


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ২৭, ২০২০, ০৪:৫৬ পিএম
সন্তানের দেখাশোনায় সবেতনে ছুটি পাবেন ‘সিঙ্গেল ফাদারেরা’

ছবি : ইন্টারনেট

ঢাকা : দারুণ সুখবর পেলেন ভারতের ‘সিঙ্গেল ফাদার’রা। দেশটির সে সমস্ত সরকারি কর্মচারী একা বাবা অর্থাৎ ‘সিঙ্গেল ফাদার’ তারা সন্তানের দেখাশোনার জন্য ছুটি নিতে পারবেন। এ ক্ষেত্রে অন্যান্য ছুটির মতো এই ছুটিতেও কোনও বেতন কাটা হবে না। অর্থাৎ সরকারি কর্মচারি এ ক্ষেত্রে বেতনসহ ছুটির আবেদন জানাতে পারবেন। 

সোমবার (২৬ অক্টোবর) একটি বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। খবর জিনিউজের।

বিবৃতিতে জানানো হয়েছে, সিঙ্গেল ফাদারসহ অবিবাহিত কর্মচারী, বিধবা, ডিভোর্সি এমন কেউ যিনি একাই সন্তানের দেখাশোনা করেন, তাদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। 

মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, বেশ কিছুদিন আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সঠিক তত্ত্বাবধানের অভাবে তা বাস্তবায়নের কিছু সমস্যা হয়। 

বিবৃতিতে বলা হয়েছে, একেবারে উপরমহল থেকেই এই ছুটির অনুমোদন দেওয়া হবে। এক্ষেত্রে প্রথম এক বছর ছুটি নিলে বেতনের ১০০% এবং পরের এক বছর ছুটি নিলে বেতনের ৮০% মিলবে।

এর আগে একটি বিবৃতিতে বলা হয়েছিল যে, বিশেষভাবে সক্ষম সন্তানের ক্ষেত্রে বাবা-মা তার সন্তানের ২২ বছর হওয়া পর্যন্ত এই ছুটি পাবেন। সেটি আপাতত নিয়ম থেকে বাদ দেওয়া হয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!