• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনা আর বেশি দিন মহামারি থাকবে না: ফাউচি


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ১৩, ২০২০, ০৩:৩২ পিএম
করোনা আর বেশি দিন মহামারি থাকবে না: ফাউচি

ঢাকা : ২৪ ঘন্টায় বিশ্বব্যাপী প্রায় সাড়ে ৬ লাখ মানুষ করোনায় আক্রান্ত হলেও বেশিদিন আর করোনাভাইরাস মহামারি হিসেবে থাকবে না।

বিশ্বে করোনার সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে। ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে রেকর্ড ৬ লাখ ৪১ হাজার। একদিনে মৃত্যু হয়েছে ৯ হাজার ৬৩১ জনের। বিশ্বে মোট মৃতের সংখ্যা প্রায় ১৩ লাখ।

তবে, করোনার সংক্রমণ আর খুব বেশি দিন মহামারি হিসেবে থাকবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। শিগগিরই করোনার ভ্যাকসিন পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিকে, যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ এক লাখ ৬০ হাজারের বেশি শনাক্ত হয়েছে। জার্মানিতে করোনা সংক্রমণের ৫৬ শতাংশ মানুষই আইসিউতে ভেন্টিলেশনে রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। আর করোনার কারণে যুক্তরাজ্যের লকডাউন ডিসেম্বর পর্যন্ত চলবে। একদিনে দেশটিতে রেকর্ড ৩৩ হাজারের বেশি শনাক্ত হয়েছে।

চীনেও নতুন করে বাড়ছে করোনার সংক্রমণ।বাইরের থেকে আগতদের মাধ্যমেই নতুন সংক্রমণ হচ্ছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!