• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদ্রোহীদের আত্মসমর্পণে সময় বেধে দিল ইথিওপিয়া


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ২৩, ২০২০, ০৫:২৪ পিএম
বিদ্রোহীদের আত্মসমর্পণে সময় বেধে দিল ইথিওপিয়া

ঢাকা: টাইগ্রে অঞ্চলের সশস্ত্র বিদ্রোহীদের আত্মসমর্পণে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ইথিওপিয়া। এরপরই অঞ্চলটিতে শুরু হবে সেনা অভিযান। রোববার টুইট বার্তায় ইথিওপীয় প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ এ ঘোষণা দেন।

অ্যাবি আহমেদ বলেন, পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েছে টিপিএলএফ বিদ্রোহীরা। তাই আত্মসমর্পণ ছাড়া আর পথ নেই তাদের। তবে প্রধানমন্ত্রীর এ ঘোষণা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি টিপিএলএফ।

এদিকে, টাইগ্রের রাজধানী ঘিরে ফেলার পরিকল্পনা করছে ইথিওপীয় সেনাবাহিনী। ট্যাঙ্ক ও অন্যান্য সাঁজোয়া সরঞ্জাম মোতায়েন করা হলেও সুড়ঙ্গ খুঁড়ে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেলার হুমকি দিয়েছে বিদ্রোহীরা। স্থল ও বিমান অভিযান চালিয়ে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো একের পর এক দখলমুক্ত করে চলেছে সেনাবাহিনী। মাসব্যাপী সহিংসতায় প্রাণ গেছে হাজারও মানুষের। তিন লাখ শরণার্থী আশ্রয় নিয়েছেন প্রতিবেশী সুদানে।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!