• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হোয়াইট হাউসে যাওয়ার পূর্বেই পা ভাঙলেন বাইডেন


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ৩০, ২০২০, ০৬:০৪ পিএম
হোয়াইট হাউসে যাওয়ার পূর্বেই পা ভাঙলেন বাইডেন

ছবি : ইন্টারনেট

ঢাকা : যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আগামী জানুয়ারিতে হোয়াইট হাউসের দায়িত্ব নিতে চলেছেন। তবে এর আগেই এক বিপত্তি ঘটিয়ে ফেলেছেন তিনি। 

শনিবার (২৮ নভেম্বর) তার পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে ডান পায়ে চোট পান বাইডেন। স্ক্যান করলে দেখা যায় ডান পায়ের হাড় ভেঙেছে তার। 

বার্তা সংস্থা এএফপি জানায়, আগামী কয়েক সপ্তাহ জো বাইডেনকে বিশেষ বুট পড়ে থাকতে হবে। 

বাইডেনের অফিস থেকে বলা হয়, “প্রাথমিক এক্স-রে’তে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি। এরপর মেডিকেল স্টাফেরা সিটিস্ক্যান করলে ধরা পড়ে। বাইডেনের চিকিৎসক কেভিন-ও-কনর বিবৃতিতে এমনটাই জানিয়েছেন।”

আরও বলা হয়, ডান পায়ের পাতায় দুটি ছোট হাড়ের মাঝে হেয়ার লাইন ফ্র্যাকচার ধরা পড়েছে। সেই রিপোর্ট পরীক্ষা করে চিকিৎসক কেভিন জানান, ইলেক্টেড প্রেসিডেন্টকে আগামী কয়েকদিন একটি বিশেষ বুট পরে হাঁটাচলা করতে হবে। এই ফ্র্যাকচার খুব সুক্ষ হলেও বাইডেনের বয়সে তা চিন্তার। 

৭৪ বছরের জো বাইডেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি বয়সি প্রেসিডেন্ট। জানুয়ারিতেই হোয়াইট হাউসের দখল নেবেন তিনি। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!