• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ড, ৫ জনের মৃত্যু


নিউজ ডেস্ক জানুয়ারি ২১, ২০২১, ০৪:২৭ পিএম
ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ড, ৫ জনের মৃত্যু

ঢাকা: ভারতের সেরাম ইনস্টিটিউটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর থেকে পুনের মঞ্জরী এলাকায় ওই ইনস্টিটউটের অফিসে আগুন লাগে। দুপুর থেকে চলছে উদ্ধারকাজ।

১ নম্বর টার্মিনালের লাগোয়া এস ই জেড ২৩ ভবনে চতুর্থ ও পঞ্চম তলে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।

পুনের মেয়র পাঁচজনের মৃত্যুর খবর জানিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ভারতে কোভিশিল্ড নামে উৎপাদন করছে সেরাম ইনস্টিটিউট।সেরাম থেকেই বাংলাদেশে আসবে করোনার টিকা।সেখানেই করোনার ভ্যাকসিন কোভিশিল্ড মজুত রাখা হয়েছে।তবে সমস্ত ভ্যাকসিন সুরক্ষিত রয়েছে বলে জানানো হয়েছে। 

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, প্রচুর পরিমাণে করোনার টিকা মজুত থাকার কথা সেরামে। অগ্নিকাণ্ডের ঘটনায় তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে গোটা দেশে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!