• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোদির পর কে হচ্ছেন বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী!


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২৩, ২০২১, ০৩:৫৯ পিএম
মোদির পর কে হচ্ছেন বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী!

ঢাকা: নরেন্দ্র মোদির পর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে প্রধানমন্ত্রী প্রার্থী কে হবেন? তারই একটি আভাস দিল মুড অফ নেশনের সমীক্ষা। ২০১৪ সালের পর ২০১৯ সালে ভারতের প্রধানমন্ত্রীর আসনে বসেছেন নরেন্দ্র মোদি। কিন্ত মোদি পরবর্তী সময়ে কে ভারতে মোদির বিকল্প হয়ে উঠতে পারেন?

মুড অফ দ্য নেশন সমীক্ষা বলছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবচেয়ে বিশ্বস্ত বিজেপির সেকেন্ড ইন কম্যান্ড কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমীক্ষার ফলাফলে এগিয়ে রয়েছেন। ভারতের প্রধানমন্ত্রীর উত্তরাধিকারীর প্রশ্নে সবচেয়ে গ্রহণযোগ্য নাম অমিত শাহ। ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম মেয়াদকালে অমিত শাহ বিজেপির সম্প্রসারণ পরিকল্পনার দায়িত্ব নিয়েছিলেন। সেই দায়িত্ব নিয়ে ভারতজুড়ে গেরুয়া ঝড় তুলতে সক্ষম হয়েছিলেন তিনি। যার ফলেই ভারতে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সমস্ত জল্পনা উড়িয়ে তিন শতাধিক আসন জিতে প্রধানমন্ত্রীর আসনে দ্বিতীয়বার বসেন নরেন্দ্র মোদি।

বিজেপির রাজনৈতিক পরামর্শদাতা হিসাবে শুধু ২০১৯ সালের লোকসভা নির্বাচনেই নয়, তার আগেও ভারতের একাধিক বিধানসভা নির্বাচনে সাফল্য এনে দিয়েছিলে অমিত শাহ। নিজেকে তিনি বিজেপির রাজনৈতিক পরামর্শদাতা হিসাবে চাণক্যের জায়গায় তুলে ধরতে সমর্থ হন। বিশেষ করে একটা সময়ে যখন ভারতের উত্তরপ্রদেশ ও অসম রাজ্যে বিজেপি শক্তিশালী ছিলো না, সেখানে দাঁড়িয়ে ওই দুই রাজ্যেও বিজেপির জয় নিশ্চিত করেছিলেন অমিত শাহ।

ফলে মুড অফ দ্য নেশনের সমীক্ষায় গুরুত্ব পেয়েছে, অমিত শাহের দলীয় সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে ওঠা। যে কারনে মোদির উত্তরসূরী হিসাবে সমীক্ষায় উঠে এসেছে অমিত শাহের নামই।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!