• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের সেই রাষ্ট্রদূতকে বহিস্কার


নিউজ ডেস্ক: ফেব্রুয়ারি ২৮, ২০২১, ০৬:২০ পিএম
মিয়ানমারের সেই রাষ্ট্রদূতকে বহিস্কার

ঢাকা: ক্ষমতাগ্রহণকারী সামরিক সরকারকে বিরুদ্ধে কথা বলায় জাতিসংঘে নিয়োজিত মিয়ানমারের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে। 

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি)  জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত ক্যাও মোয়ে তুন তার আবেগী ভাষণে বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত সেনাদের সহযোগিতা করা উচিত হবে না।

রাষ্ট্রদূত তুন কয়েক দশক ধরে জনগণকে দমন ও শোষণ করার জন্য সেনাবাহিনীকে দোষারোপ করেন। তার ভাষায়, অবর্ণনীয় ও সহিংস পন্থায় জাতিগোষ্ঠী সংখ্যালঘুর বিরুদ্ধে হামলা চালিয়েছে তারা, যা মানবতা ও যুদ্ধাপরাধের শামিল।

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে তিনি সামরিক সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে, তাদের স্বীকৃতি না দিতে এবং সহযোগিতা না করার জন্য বিশ্ব সমাজের প্রতি আবেদন জানান।

রাষ্ট্রদূত তুন বলেন, আমরা আগেকার দিনে ফিরে যেতে চাই না। বার্মার জনগণ প্রতিবাদের মাধ্যমে বিশ্বকে তাই জানিয়েছে। 
তার এই ভাষণের পর সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে বরখাস্তের ঘোষণা দেয়া হয়।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতায় আসে সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় অং সান সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষস্থানীয় নেতাদের। অভ্যুত্থানে প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ চলমান রয়েছে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!