• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সন্তান কোলে নিয়েই দায়িত্ব সামলাচ্ছেন নারী ট্রাফিক পুলিশ


নিউজ ডেস্ক মার্চ ৭, ২০২১, ০৪:১০ পিএম
সন্তান কোলে নিয়েই দায়িত্ব সামলাচ্ছেন নারী ট্রাফিক পুলিশ

সংগৃহীত ছবি

ঢাকা: সন্তান কোলে নিয়েই ব্যস্ত রাস্তায় দায়িত্ব সামলাচ্ছেন এক নারী ট্রাফিক পুলিশ।সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ওই মায়ের ভিডিও ছড়িয়ে পড়েছে। 

জানা গেছে, ওই নারী ট্রাফিক পুলিশের কনস্টেবল। পাঁচ মাসের একটি শিশুসন্তান রয়েছে তার। কিন্তু কাজ থেকে বিরতি নেননি তিনি। মাতৃত্বের ছুটি কাটিয়ে গত ৩ মার্চ কাজে যোগ দিয়েছেন। তারপর থেকে শিশুসন্তান কোলে রাস্তায় দায়িত্ব পালন করতে দেখা গেছে তাকে।

ভারতীয় ট্রাফিক পুলিশের কনস্টেবল প্রিয়াঙ্কা জানিয়েছেন, ‌‘আমার সন্তান সময়ের আগে জন্ম নিয়েছে। কিন্তু তাকে দেখাশোনার জন্য বাড়িতে কেউ নেই। আমার স্বামী ও তার পরিবারের সদস্যরা মহেন্দ্রগড়ে গ্রামের বাড়িতে থাকেন। চার দিন হলো আমি কাজে যোগ দিয়েছি।’

তিনি আরও বলেছেন, ‘অনুরোধ করছি, আমার বাড়ির কাছে যেন আমাকে ডিউটি দেওয়া হয়। আমার কাজ যেমন আমার কাছে প্রথম, ঠিক তেমন আমি আমার সন্তানকেও উপেক্ষা করতে পারি না। তাই আমি আমার সন্তানকে ট্রাফিক লাইনে নিয়ে গিয়েছিলাম।’

ট্রাফিক পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা মণীশ চৌধুরী বলেন, ‘এমন ঘটনা তো মেনে নেওয়া যায় না। আমি তার কাজের চাপ কমিয়ে দেওয়ার কথা বলছি।’

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!