• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিদির ছড়ানো পাঁকেই বাংলায় পদ্ম ফুটেছে


নিউজ ডেস্ক মার্চ ৭, ২০২১, ০৭:০৭ পিএম
দিদির ছড়ানো পাঁকেই বাংলায় পদ্ম ফুটেছে

ফাইল ছবি

ঢাকা: বিধানসভা নির্বাচনের প্রচারে এসে পশ্চিমবঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘কখনও আমাকে রাবণ, কখনও দৈত্য, কখনও গুন্ডা বলছেন দিদি। এত রাগ কেনো দিদি? আপনার দল এবং আপনার সরকারের ছড়ানো পাঁকেই আজ বাংলায় পদ্ম ফুটেছে।

রোববার (৭ মার্চ) কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত জনসভা থেকে তিনি এ ডাক দিয়েছেন।

আরও পড়ুন<<>>মমতাকে ছেড়ে আসা মিঠুন এখন মোদির দলে

রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল ও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে মোদি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও তৃণমূলের দুর্নীতির কারণেই পশ্চিমবঙ্গে আজ বিজেপির জয়কার।

তিনি বলেন, ‘গণতন্ত্রের নামে বাংলায় লুঠতন্ত্রকে প্রশ্রয় দিয়েছেন, জাত-ধর্মের নামে বিভেদের রাজনীতি করেছেন, তাই আজ বাংলায় পদ্ম ফুটছে। দিদিকে অনেক দিন ধরে চিনি। বামপন্থীদের বিরুদ্ধে লড়া দিদি এমন ছিলেন না। কিন্তু আজ দিদির রিমোট কন্ট্রোল অন্যের হাতে। দিদি নিজে কাজ করছেন না, কাউকে করতেও দিচ্ছেন না।’

স্বাধীনতার ১০০ বছরে ফের পশ্চিমবঙ্গ গোটা দেশের উন্নয়নে নেতৃত্ব দেবে উল্লেখ করে মোদি বলেন, ‘বাংলায় পরিস্থিতি বদলের জন্য আস্থা রাখতে হবে। বাংলায় বিনিয়োগ বাড়াতে হবে। শিল্প আনতে হবে। বাংলাকে নতুন করে গড়তে হবে। বাংলার সংস্কৃতি ও এখানকার পরম্পরা রক্ষা করতে হবে। আমি আপনাদের কথা দিতে এসেছি এখানকার মানুষের জন্য আমরা দিন-রাত ২৪ ঘণ্টা পরিশ্রম করব। আমরা প্রতি মুহূর্তে আপনাদের জন্য বাঁচব। প্রতি মুহূর্তে আপনাদের স্বপ্নের জন্য বাঁচব। আমরা আপনাদের সেবা করবো, আপনাদের আশীর্বাদ নেব। শুধু ভোটের সময় নয়, নিজেদের কাজে, সেবায়, পরিশ্রম ও প্রণতিতে প্রতি মুহূর্তে আপনাদের মন জিতে নেব আমরা। ’

মোদি আরও বলেন, ‘পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে বিশ্বাস ভেঙেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবাই আপনাকে দিদি ভেবেছিল। কিন্তু আপনি এক জনেরই পিসি থাকার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা শুধুমাত্র ক্ষমতাবদল চাই না, বাংলায় উন্নয়নকেন্দ্রিক সরকার গড়তে চাই। অনেকগুলো বছর নষ্ট হয়ে গেছে। আর সময় নষ্ট করা যাবে না। আসল পরিবর্তন আনতে হবে। বাংলার মানুষকে মনে রাখতে হবে, কীভাবে বার বার তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।’

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!