• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মমতার ফোনালাপ ফাঁস, পশ্চিমবঙ্গে তোলপাড়


নিউজ ডেস্ক: এপ্রিল ১৭, ২০২১, ০৮:৫৯ পিএম
মমতার ফোনালাপ ফাঁস, পশ্চিমবঙ্গে তোলপাড়

ফাইল ছবি

ঢাকা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি ফোনালাপ ফাঁস হয়েছে।এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে গোটা ভারতজুড়ে।

শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি এবং দলের আই সেলের প্রধান অমিত মালব্য এক জরুরি সাংবাদিক বৈঠক করে একটি ফোনালাপ প্রকাশ করেন।

এতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং শীতলকুচির তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়ের মধ্যে কথপোকথন শোনা যায়। এটি প্রকাশ করে গেরুয়া শিবিরের নেতার দাবি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মৃত্যু নিয়ে রাজনীতি করছেন। শীতলকুচির ঘটনাকে হাতিয়ার করে রাজ্যের ভোটে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করারও অভিযোগ তোলে বিজেপি।

ওই সাংবাদিক বৈঠকের এক ঘণ্টার মধ্যে পাল্টা সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সদস্য সুখেন্দু শেখর রায় ও ডেরেক ও’ ব্রায়ান। তারা প্রশ্ন তোলেন, মুখ্যমন্ত্রীর ফোন ট্যাপ করা হলো কীভাবে?

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শনিবার (২৬ এপ্রিল) আসানসোলে ভোট প্রচারে বিতর্কিত ফোনালাপের প্রসঙ্গ তোলেন। তার কথায়, ‘কয়েকদিন ধরে দিদির (মমতা) মধ্যে অসংবেদনশীলতা দেখেছি। কোচবিহারে যা হয়েছে, সে নিয়ে একটা অডিও টেপ আপনারা শুনেছেন কাল।

৫ জনের মৃত্যুর পর দিদি রাজনীতি করছেন। সেটা স্পষ্ট করে দিয়েছে অডিও। লাশ নিয়ে রাজনীতি দিদির পুরোনো অভ্যেস। ফোনে দিদি কোচবিহারের টিএমসি নেতাকে বলছেন মৃতদেহ নিয়ে মিছিল করো। মরদেহ নিয়ে রাজনৈতিক ফায়দার কথা ভাবছেন দিদি।’

বিজেপির দাবি, এটি শীতলকুচির ঘটনার ঠিক পরেই পার্থপ্রতিম রায়ের সঙ্গে মমতার ফোনালাপের অডিও। যাতে পার্থর উদ্দেশে একাধিক নির্দেশ দিতে শোনা গিয়েছে মমতাকে। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেছে, ‘‌সবকটা সিআরপিএফকে গ্রেপ্তার করাব। ডেডবডিগুলো এখন রেখে দাও। আজকে পরিবারগুলোকে বলবে, কেউ ডেডবডি নেবে না। কালকে ডেডবডিগুলো নিয়ে র‍্যালি হবে।’‌

এরপর পার্থপ্রতিমের উদ্দেশে মমতাকে বলতে শোনা গেছে, ‘‌তুমি এক কাজ করো, পুরো এফআইআর করবে। আইনজীবীকে দিয়ে, নিজের ইচ্ছামতো করবে না। বাড়ির লোক যে এফআইআর করবে, সেটা আমি বলে দেব ভোটের পর।

‘এখনই পুলিশ বয়ান নিতে গেলে দেবে না। ভালো করে এফআইআর করতে হবে। যাতে কম্যান্ড জোন থেকে শুরু করে এসপি থেকে শুরু করে, সবকটা ফাঁসে।’‌

এই অডিও ক্লিপকে হাতিয়ার করে অমিত মালব্য দাবি করেন, ‘‌মমতা আর পার্থপ্রতিমের এই ফোনালাপ থেকেই স্পষ্ট, শীতলকুচিতে বুথ দখলের চেষ্টা করছিল তৃণমূল। মৃতদেহ নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে মমতা। এই ঘটনাকে নির্বাচনে সম্পূর্ণ মেরুকরণের চেষ্টা করছে তৃণমূল। সংখ্যালঘু তোষণের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী।’‌

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!