• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মহারাষ্ট্রে করোনায় প্রতি ৩ মিনিটে ১ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ১৯, ২০২১, ১২:৪৯ পিএম
মহারাষ্ট্রে করোনায় প্রতি ৩ মিনিটে ১ জনের মৃত্যু

ফাইল ছবি

ঢাকা: ভারতের মহারাষ্ট্রে করোনা মহামারি মারাত্মকভাবে আঘাত হেনেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে রাজ্যটিতে প্রতি তিন মিনিটে প্রাণ হারাচ্ছেন একজন।

সোমবার (১৯ এপ্রিল) হিন্দুস্তান টাইমস’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে মহারাষ্ট্রে গড়ে প্রতি তিন মিনিটে মারা যাচ্ছেন একজন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, গতকাল রোববার মহারাষ্ট্রে নতুন করে ৬৮ হাজার ৬৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন ৩৮ লাখ ৩৯ হাজার ৩৩৮ জন।

গতকাল রাজ্যটিতে মারা গেছেন ৫০৩ জন। এ নিয়ে সেখানে মোট মারা গেছেন ৬০ হাজার ৪৭৩ জন।

এই সময়ে শুধুমাত্র মুম্বাই শহরে শনাক্ত হয়েছেন আট হাজার ৪৬৮ জন এবং মারা গেছেন ৫৩ জন। এ নিয়ে মুম্বাইয়ে মোট মারা গেছেন ১২ হাজার ৩৫৪ জন।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!