• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্প


নিউজ ডেস্ক: মে ১৪, ২০২১, ০৩:৪৭ পিএম
মালয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

ঢাকা: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ও তার আশপাশের এলাকায় ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৪ মে) বেলা সাড়ে ১২ টার দিকে ভূমিকম্প হয় বলে জানিয়েছে দেশটির জাতীয় ভূতত্ব বিভাগ।

তবে ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণের তথ্য এখনও জানা যায়নি।

এদিকে একই সময়ে মালয়েশিয়ার নিকটতম প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপেও ৬ দশমিক ৬ মাত্রার ভূমীকম্প রেকর্ড করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, একই ভূমিকম্প অনুভূত হয়েছে কুয়ালালামপুর ও সুমাত্রায়।

ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব বিভাগ জানিয়েছে, ভূমির ১০ কিলোমিটর গভীর এলাকা থেকে উৎপত্তি হয়েছে এই ভূমিকম্পের। তবে এই ভূমিকম্পটির ফলে এখন পর্যন্ত সুনামি বা জলোচ্ছাসের প্রবণতা দেখা যায়নি।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!