• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার সিরিয়া থেকে রকেট ছোড়া হলো ইসরায়েলে


নিউজ ডেস্ক মে ১৫, ২০২১, ০২:৪৭ পিএম
এবার সিরিয়া থেকে রকেট ছোড়া হলো ইসরায়েলে

ঢাকা: লেবাননের পর এবার সিরিয়া থেকেও তিনটি রকেট ছোড়া হয়েছে ইসরায়েলি ভূখণ্ডের দিকে। ইসরায়েলের সেনাবাহিনী স্থানীয় সময় শুক্রবার এ তথ্য জানিয়েছে।এর আগে গত বৃহস্পতিবার লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে তিনটি রকেট ছোড়া হয়।

হারেৎজের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় গোলানের দিকে উন্মুক্ত স্থানে দুটি রকেট পড়েছে। অন্যটি সিরিয়ার ভূখণ্ডে পড়েছে। এসব রকেটে কেউ হতাহত হয়নি।

উচ্ছেদ তৎপরতাকে কেন্দ্র করে ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ছড়িয়ে পড়ে গাজা উপত্যকায়। সেখানে সোমবার থেকে বিমান হামলা শুরু করে ইসরায়েল।

টানা হামলায় গাজায় কমপক্ষে ১৩৯ ফিলিস্তিনি নিহত হয়, যাদের মধ্যে ৪০ শিশু রয়েছে। আহত হয়েছে এক হাজারের কাছাকাছি মানুষ।

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছে কমপক্ষে ১৩ ফিলিস্তিনি।

গাজার শাসক দল হামাস ও অন্য সশস্ত্র গোষ্ঠীগুলোর রকেটে ইসরায়েলে আট জন নিহত হয়।

ইসরায়েলি বাহিনীর হামলার জবাবে ২ হাজারের মতো রকেট ছোড়া হয়েছে গাজা থেকে। এসব রকেট নিক্ষেপের মধ্যেই বৃহস্পতিবার লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে তিনটি রকেট ছোড়া হয়।

রকেটগুলো ভূমধ্যসাগরে পড়ে। এগুলোতে কেউ হতাহত হয়নি বলে জানায় ইসরায়েলের সেনাবাহিনী।

লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় কালাইলেহ থেকে রকেটগুলো ছোড়া হয়।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!