• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভারতে করোনায় মৃত্যু ছাড়ালো ৩ লাখ ৪৬ হাজার


আন্তর্জাতিক ডেস্ক জুন ৬, ২০২১, ১০:২৬ এএম
ভারতে করোনায় মৃত্যু ছাড়ালো ৩ লাখ ৪৬ হাজার

ছবি: ইন্টারনেট

ঢাকা :  দুই মাস পর সর্বনিম্ম সংক্রমণ ভারতে। শনিবার (৫ জুন) দেশটিতে করোনা শনাক্ত এক লাখ ১৪ হাজারে নেমে এসেছে যা ৬১ দিনের মধ্যে সর্বনিম্ম।  

একদিনে মারা গেছে দুই হাজার ছয়শ ৮৩ জন। এ নিয়ে ভারতে মোট মৃত্যু তিন লাখ ৪৬ হাজার ছাড়ালো। তীব্র টিকা সংকটের মধ্যে ভারতের রাজ্য হরিয়ানায় স্পুটনিক-ভি টিকা দিতে সম্মত হয়েছে রাশিয়া।

মাল্টার একটি সংস্থা সরাসরি রাজ্যটিতে ৬০ মিলিয়ন ডোজ টিকা দেয়ার আগ্রহ প্রকাশ করেছে। এক বিবৃতিতে রাজ্য সরকার জানিয়েছে এখোনও দরপত্র না দিলেও রাশিয়া টিকা দিতে আগ্রহ প্রকাশ করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রে অধ্যায়নরত ভারতীয় শিক্ষার্থী যারা কো- ভ্যাক্সিন এবং রাশিয়ান টিকা স্পুটনিক ভি নিয়েছে তাদেরকে পুনরায় টিকা নিতে বলা হয়েছে।

ভারত ও রাশিয়ার টিকার কার্যকারিতার দ্বিধা থেকেই শরৎকালীন সেশন শুরুর আগেই ভারতীয় শিক্ষার্থীদের পুনরায় টিকা নিতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  এদিকে বিশ্ব করোনায় মৃত্যু ৩৭ লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে।

বিশ্বজুড়ে এই ভাইরাসে একদিনে মারা গেছে নয় হাজার মানুষ। শনাক্ত তিন লাখ ৯২ হাজারের বেশি। মোট শনাক্ত ছাড়িয়েছে ১৭ কোটি ৩৭ লাখ।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!