• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাইজেরিয়ায় পুলিশকে হত্যা করে ৮০ শিক্ষার্থী অপহরণ


আন্তর্জাতিক ডেস্ক জুন ১৮, ২০২১, ০৪:৩৬ পিএম
নাইজেরিয়ায় পুলিশকে হত্যা করে ৮০ শিক্ষার্থী অপহরণ

ঢাকা: নাইজেরিয়ায় বন্দুকধারীরা এক পুলিশকে হত্যা করে অন্তত ৮০ জন শিক্ষার্থী ও পাঁচজন শিক্ষককে অপহরণ করেছে। বৃহস্পতিবার (১৭ জুন) কেবি রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের বার্নিন ইয়উরি ফেডারেল গভর্নমেন্ট কলেজে এই হামলার ঘটনা ঘটে। 

এক মাসেরও কম সময়ের মধ্যে নাইজেরিয়ার এই অঞ্চলে তৃতীয়বারের মতো গণঅপহরণের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, বন্দুকধারীরা মুক্তিপণের জন্য এসব ঘটনা ঘটিয়েছে। খবর আল-জাজিরার। 

উসমান আলি নামে এক স্কুলশিক্ষক জানিয়েছেন, বন্দুকধারীরা কমপক্ষে ৮০ শিক্ষার্থীকে অপহরণ করেছে, যার বেশিরভাগই মেয়ে।

তিনি আরো বলেন, বন্দুকধারীরা স্কুলের গেট ভেঙে এক পুলিশ সদস্যকে হত্যা করে সোজা ক্লাসরুমে ঢুকে যায়। 

কেব্বি পুলিশের মুখপাত্র নাফিয়ু আবু বকর জানান, বন্দুকধারীদের গুলিতে এক পুলিশ নিহত হওয়ার পাশাপাশি এক শিক্ষার্থী আহত হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরো জানান, অপহৃতদের উদ্ধারে আশপাশের জঙ্গলে তল্লাশি চালানো হচ্ছে। 

নাইজেরিয়ায় গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত একাধিক ঘটনায় আট শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এদের মধ্যে কিছু সংখ্যক মুক্তি পেলেও বাকিরা এখনো নিখোঁজ।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!