• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাণ্ডে হাসির রোল (ভিডিও)


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ২৯, ২০২১, ০৯:৪৮ পিএম
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাণ্ডে হাসির রোল (ভিডিও)

ঢাকা: ব্রিটিশ প্রধানমন্ত্রী ছাতা সামলাতে একদমই আনাড়ি।ভিডিওটি দেখে এমনই মন্তব্য এসছে সামাজিক মাধ্যমে। 

প্রবল বাতাসে ছাড়া মেলে ধরলে কখনো কখনো তা উল্টে যেতেই পারে। বিশেষ করে বাতাসের বিপরীতে ছাতা ধরলে তা উল্টাবেই। কিন্তু বাতাস ছাড়াই ছাতা উল্টে গেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। আর সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। তা দেখে নেট দুনিয়ায় হাসির রোল থামছেই না।  

দায়িত্বরত অবস্থায় নিহত পুলিশ কর্মকর্তাদের স্মরণে একটি স্মৃতিসৌধের উদ্বোধন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে খোলা জায়গায় বসে আছেন বরিস জনসন। পাশে বসে আছেন প্রিন্স চার্লসসহ কয়েকজন। প্রিন্স চার্লস ছাতা মাথায় দিয়ে বসেছিলেন। এ সময় বরিস জনসন তার হাতে থাকা ছাতাটি খোলার চেষ্টা করেন। প্রথমে তো ছাতাটি খুলতেই চাইছিল না। ছাতা খুলে তিনি স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেলকে দিতে চাইলে তিনি নিতে অস্বীকৃতি জানান।  

এ সময় ছাতাটি বন্ধ হয়ে যায়। পরে ছাতাটি ফের একটু বেশি শক্তি দিয়ে খুলতে যান বরিস। এ সময়ই ঘটে বিপত্তি। ছাতাটি সোজা উল্টে যায়। এমন অবস্থায় আশপাশের সবাই হেসে ওঠেন। হাসতে থাকেন বরিস নিজেও। সঙ্গে সঙ্গেই অবশ্য তিনি ছাতাটি আবার সিধা করতে সক্ষম হন।  

সোনালীনিউজ/আইএ

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!