• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দশ বছরে কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রীর মিসর সফর


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৯:০৯ পিএম
দশ বছরে কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রীর মিসর সফর

ঢাকা: সবশেষ ২০১১ সালে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিসর সফরে যান। ওই সময় মিসরের প্রেসিডেন্ট ছিলেন হোসনি মোবারক।

ওই বৈঠকের এক মাস পরেই গণ–আন্দোলনে ক্ষমতাচ্যুত হন মোবারক। তবে গুঞ্জন রয়েছে, নেতানিয়াহু ২০১৮ সালে আরও একবার মিসর সফরে গিয়েছিলেন, তবে সেটা গোপনে। ওই সফরে মিসরের প্রেসিডেন্ট সিসির সঙ্গে বৈঠক করেন তিনি।

এর ঠিক ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েলের কোনো প্রধানমন্ত্রী মিসর সফর করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট গতকাল সোমবার মিসরের সিনাই উপদ্বীপে শারম আল–শেখ রিসোর্টে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল–সিসির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইসরায়েল–ফিলিস্তিন সংঘাত নিরসন এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার নিয়ে তারা আলোচনা করেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ওই বৈঠকের পর মিসরের প্রেসিডেন্টের কার্যালয় বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোতে স্থিতিশীলতা বজায় রাখতে মিসরের প্রচেষ্টা এবং ওই অঞ্চলগুলো পুনর্গঠনে আন্তর্জাতিক সহায়তার গুরুত্বের কথা তুলে ধরেন প্রেসিডেন্ট আল-সিসি।

প্রতিবেদনে আরো বলা হয়, মিসরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর নিজ দেশে ফেরার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘দুই দেশের সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিতে একটি গভীর সংযোগের ভিত্তি স্থাপন করেছি আমরা।’

এদিকে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এক দিনের মিসর সফরে আল–সিসির সঙ্গে বৈঠককে ‘খুবই গুরুত্বপূর্ণ’ ও ‘খুবই ভালো’ বলে উল্লেখ করেছেন নাফতালি বেনেট।

ইসরায়েলের উগ্র ডানপন্থী দল ইয়ামিনা পার্টির প্রধান বেনেট গত জুনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ক্ষমতা গ্রহণের পর প্রথম কোনো আরব দেশ হিসেবে মিসর সফর করলেন তিনি। 

সোনালীনিউজ/এআর

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!