• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মানসিক অবসাদে ব্যবসায়ীর আত্মহত্যা


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৯, ২০২১, ০৪:৩৭ পিএম
মানসিক অবসাদে ব্যবসায়ীর আত্মহত্যা

ছবি (প্রতীকী)

ঢাকা : ভারতের পশ্চিমবঙ্গে ফ্লাইওভার থেকে ঝাঁপ দিয়ে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। আজ রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার লেকটাউনে ঘটনাটি ঘটেছে। আত্মহত্যা করা ওই ব্যবসায়ীর নাম প্রণব কুণ্ডু (৫৬)।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, ব্যবসায়িক সমস্যায় থাকার কারণে বেশ কয়েক দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। সেই কারণেই আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।

পুলিশ জানিয়েছে, প্রণব লেকটাউনের বাসিন্দা। প্রণবের রিয়েল এস্টেটের ব্যবসায় অনেক দিন ধরে মন্দা চলছিল। তিনি বাড়িতে কারও সঙ্গে ঠিকমতো কথা বলছিলেন না। রোববার ভোরে নিজের মোটরসাইকেলে চড়ে তিনি বাড়ি থেকে বের হন। সকাল সোয়া ৬টার দিকে মিলনমেলা গেটের সামনে মা ফ্লাইওভারের গড়িয়া র‌্যাম্পের ওপর বাইক রেখে সেখান থেকে তিনি ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
 
এ ঘটনায় পুলিশ পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে। আর্থিক মন্দার জেরে আত্মহত্যা করেছেন নাকি এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!