• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গরু চুরি নিয়ে সংঘর্ষে মাদাগাস্কারে অর্ধশত নিহত


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ২৩, ২০২১, ০৮:২৩ পিএম
গরু চুরি নিয়ে সংঘর্ষে মাদাগাস্কারে অর্ধশত নিহত

ফাইল ছবি

ঢাকা: গরু চুরি করাকে কেন্দ্র করে মাদাগাস্কারে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পূর্ব অঞ্চলে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

গরু চুরির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুটি গ্রামে ১২০ জনের মতো সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। এসময় পাল্টা হামলা চালায় স্থানীয়রা। দু’পক্ষের সংঘর্ষে নিহত হয় অন্তত ৪৬ জন। প্রায়ই গরু চুরি করাকে কেন্দ্র করে এ অঞ্চলের গ্রামবাসীর মধ্যে এমন সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।

দেশটির মানবাধিকার কমিশন বলছে, তারা হামলার ঘটনার স্বাধীন তদন্ত করবে। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতে কাজ করার কথাও জানিয়েছে কমিশন।

মাদাগাস্কার দক্ষিণ-পূর্ব আফ্রিকা মহাদেশের উপকূলে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। এটি মালাগাসি নামেও পরিচিত। এই দ্বীপ রাষ্ট্রে প্রচলন আছে, যার যত গরু-বাছুর বেশি, স্থানীয় সমাজে তার সম্মান ও প্রতিপত্তি তত বেশি। এখানকার লোকেরা প্রাণ গেলেও গরু-বাছুর বিক্রি করতে চায় না বা গরুর মাংস খাওয়ার চাল থাকলেও গোহত্যা করে না। তবে গরু চুরির ঘটনা নিত্য ব্যাপার এখানে। প্রায়ই শোনা যায়, একজন আরেকজনের গরু চুরি করে জেল খাটছেন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!