• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইংলিশ চ্যানেলে নৌকাডুবি, ২৭ অভিবাসীর মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ২৫, ২০২১, ০৯:৪২ এএম
ইংলিশ চ্যানেলে নৌকাডুবি, ২৭ অভিবাসীর মৃত্যু

ছবি: ইন্টারনেট

ঢাকা : ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়ার জন্য অবৈধভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৭ জনের প্রাণহানি হয়েছে। মৃতরা সবাই শরণার্থী এবং আশ্রয়প্রার্থী।

বুধবার (২৪ নভেম্বর) ফ্রান্সের বন্দরনগরী কালাইয়ের কাছের একটি চ্যানেল পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, ডুবে যাওয়া নৌকা থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে। তবে একজন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধারকৃতদের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ ব্যক্তিকে আটক করা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, যেই চ্যানেলটিতে নৌকাডুবির ঘটনা ঘটেছে সেটা বিশ্বের অন্যতম ব্যস্ত শিপিং লেন। এই চ্যানেলে সবসময় স্রোত বেশি থাকে। অত্যধিক বোঝাই করা ডিঙ্গি নৌকাগুলো ঝুঁকিপূর্ণভাবে এই চ্যানেল পার হয়ে থাকে। ব্রিটিশ উপকূলে পৌঁছানোর চেষ্টা করার সময় যেকোনো মুহূর্তে এসব ডিঙ্গি নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। সূত্র: রয়টার্স

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!