• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে দুই জনের শরীরে ‘ওমিক্রন’ শনাক্ত


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ২, ২০২১, ০৫:২৮ পিএম
ভারতে দুই জনের শরীরে ‘ওমিক্রন’ শনাক্ত

ঢাকা: ভারতে ঢুকে পড়ল করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’।কর্নাটকে দু’জনের দেহে এই ভাইরাস মিলেছে বলে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। 

আক্রান্তদের মধ্যে এক জন পুরুষ এবং এক জন মহিলা। তাদের বয়স যথাক্রমে ৬৬ এবং ৪৬ বলে জানিয়েছে মন্ত্রক। আক্রান্তদের কনট্যাক্ট ট্রেসিং-ও করা হয়েছে।

উল্লেখ্য, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রথম শনাক্ত হয় আফ্রিকার দেশ বতসোয়ানায়। এরপর আফ্রিকার আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে। এই দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হংকং, ইসরায়েল, ইতালি, জাপান, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সুইডেন, যুক্তরাজ্য, নাইজেরিয়া।ইতোমধ্যে বিশ্বের ২৯টি দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে।

নতুন ধরন ছড়ানো শুরুর পর থেকে আফ্রিকার দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে বিভিন্ন দেশ।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউটিও) করোনার নতুন এ ধরনকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!